সাতক্ষীরা প্রতিনিধিঃ
সন্ত্রাস, দুর্নীতি মাদক ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরাও অংশীদার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবু হুরায়রা। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাচন পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ ওমর ফারুক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আলহাজ্ব মো. শামছুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা আ.ন.ম আব্দুল কুদ্দুস প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা ডক্টর ল্যাবের ম্যানেজার আখতারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এতিমখানার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে জেলা, উপজেলা পৌর এলাকার ইমামগণ বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার স্বরূপ দারুল আরকাম হজ গ্রুপের পক্ষ থেকে ফ্রি ওমরা করার সুযোগ প্রদান করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।