পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর -ফুলবাড়ী সংসদীয় ৫ আসনে আজ শনিবার শহর সহ ১০ ইউনিয়নে সাবেক সাংসদ এজেড এম রেজওয়ানুল হকের এক বিশাল মটর বাইকের শোভাযাত্রা এলাকা প্রদক্ষিন করে।এতে প্রায় ৫ হাহার মোটর বাইক ও ১০টি পিক আপ বাসে প্রায় ১২ হাজারের অধিক সমর্থক ব্যান্ডপাটী নিয়ে অংশ গ্রহন করে।
এ শোভা যাত্রার নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সফল পৌর মেয়র এজেড এম মেনহাজুল হক।
শোভাযাত্রা থেকে নানা শ্লোগান ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসুচীর লিফলেট বিতরন করা হয়। শোভাযাত্রাটি এক সময় বিশাল জন শ্রোতে রুপ নিলে ফুলবাড়ীর মহেশপুর মোড় থেকে মধ্যপাড়া পাথর খনি পর্যন্ত প্রায় ১০কিঃমি রাস্তা ব্লোকেট হয়ে পড়ে।শোভাযাত্রায় আরো অংশ নেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
এছাড়াও পার্বতীপুর উপজেলা কমিটির অন্যান্ন নেতৃবৃন্দ সহ ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল-কৃষক দল-মহিলাদল ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী সমর্থকবৃন্দ।