শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার, উপজেলা প্রশাসন কালীগঞ্জের আয়োজনে উপজেলা অডিটরিয়াম কক্ষে হিন্দু ধর্মের শ্রী শ্রী দূর্গা পূজার আয়োজন এর প্রস্তুতিমূলক সভা শেষ হয়েছে।
কালিগঞ্জ উপজেলার সুযোগ্য থানা নির্বাহী অফিসার জনাব অনুজা মন্ডলের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সবাই আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার অমিত কুমার বিশ্বাস,থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবুর রনজিত কুমার সরকার,সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ,সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ শাখার ডিজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশারফ হোসাইন চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মৌতলার ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মথুরেশপুরের ইউ পি চেয়ারম্যান আব্দুল হাকিম, বিজেপি খানজিয়া শাখার কমান্ডার এলিজ মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুল বাশার, ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, কুশুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুর রামকৃষ্ণ রায়, মথুরেশপুর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ভগসিন্ধু মন্ডল, সাদপুর শিবমন্দির কমিটির সভাপতি প্রদীপ ঘোষ, পরমানন্দকাটি সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাইয়া গোপাল, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সোনাতলা পূজা মন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পূজায় আইন শৃংখলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন,কোন মতেই পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবেনা। পরিমিত সাউন্ড সিস্টেম এবং সিসি ক্যামেরার ব্যবহার করতে সংশ্লিষ্ট আয়োজক পূজা কতৃপক্ষকে অনুরোধ করেন। প্রতিমা দর্শনের সময় সকলকে লাইন দিয়ে ভেতরে আসতে এবং অন্য প্রান্ত দিয়ে বাহির হওয়ার জন্য আহ্বান করেন। অস্থিতিশীল কোন পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়ার জন্য পূজা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। পূজা মন্ডপের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলা হয়েছে। পূজার তিথি শেষ হলেই যথাযথ স্থানে প্রতিমা নিরঞ্জনের এর ব্যবস্থা করে পূজা শেষ কর করার জন্য বলা করা হয়েছে।