শেখ জিল্লুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মন্ডপে নিরাপত্তা জোরদারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা পূজামন্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে, আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।”
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা নজরদারি, টহল ব্যবস্থা, চেকপোস্ট বসানোসহ পূজামন্ডপ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। উৎসবকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খাঁন, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।