ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার নীরব রাত। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু অন্ধকারের আড়ালে সক্রিয় ছিল মাদকের দুষ্টচক্র। সমাজকে পঙ্গু করে দেওয়া এই নেশার আগ্রাসন ঠেকাতে এগিয়ে আসে ডুমুরিয়া থানা পুলিশ। অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গতকাল রাতে পরিচালিত হয় বিশেষ মাদকবিরোধী অভিযান।
অভিযানের এক পর্যায়ে শাহাপুর গ্রামে পুলিশের জালে ধরা পড়ে আমিনুল ইসলাম নামের এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট যা মুহূর্তেই উন্মোচন করে দেয় মাদকের ভয়াবহ চিত্র।
পুলিশ জানায়, সমাজ থেকে মাদকের শেকড় উপড়ে ফেলতে এই অভিযান অব্যাহত থাকবে। কারণ মাদক শুধু একজনকে নয়, পুরো জাতিকেই গ্রাস করে। ডুমুরিয়া থানা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছে “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই সংগ্রাম চলবেই।”
গ্রামবাসীও এ অভিযানে পুলিশের পাশে থেকে আশা প্রকাশ করেছেন, অচিরেই ডুমুরিয়ার আকাশ থেকে মাদকের কালো মেঘ সরে যাবে, ফিরে আসবে আলোর ভোর।