কালীগঞ্জ প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানার,,৪ নাম্বার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের,ফতেপুর গ্রামের বাসিন্দা শামসুর রহমান সানার কন্যা তৃতীয় লিঙ্গের পিংকি সানা হসপিটালের বেডে শুয়ে কষ্ট যন্ত্রণায় কাতর।
এলাকার হাসিখুশিতে ভরা এই মেয়েটি গত নভেম্বর ২০২৪ সাল থেকে কঠিন ব্যাধিতে আক্রান্ত। তার হাটুর হাড় ক্ষয়ে শয্যাশায়ী গত ১১ মাস। পিংকির হাঁটুর চিকিৎসা করাতেই হিমশিম হচ্ছে তার গরিব পিতা। কিন্তু বর্তমানে তার কিডনির ইনফেকশন এবং শরীরের রক্ত উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে জীবনদীপ এখন প্রায় নিভু নিভু।
বর্তমানে পিংকি সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল এ চিকিৎসাধীন আছে। প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে রক্তের। টাকার অভাবে রক্তের জোগাড় করা তার পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। রক্ত দিতে দিতে ডোনারের সংখ্যাও হ্রাস পাচ্ছে দিনে দিনে। নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে কিডনিতে ইনফেকশন ধরা পড়ে। ব্যয়বহুল এই সব চিকিৎসা করতে আস্তে আস্তে নিঃস্ব হয়ে পড়ছে তার পরিবার। এলাকার গুটি কয়েক মানুষ সাহায্য করলেও সাহায্যের প্রয়োজন প্রচুর।
সাক্ষাৎকারে পিংকি পূর্বের জীবনে যাতে ফিরে যেতে পারে তার জন্য এলাকার সুধীজন এবং বিত্তবান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।