মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মারজানা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, আহবায়ক কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত¡ অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভাবতোষ চৌধুরী নুপুর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, মীরকাদিম পৌরসভার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ওমা শঙ্কর সরকার, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) ইমরান আহমেদ, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহফুজ তানভীর। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।