শিবচর মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজার পরিচালনা কমিটির নির্বাচন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে বাজারের দোকান মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচেপড়া ভিড়।
নির্বাচন পরিচালনার জন্য শিরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ২০০ জন দোকান মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচন ঘিরে পুরো বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, আর এ দৃশ্য দেখতে স্থানীয় এলাকাবাসীও ভিড় করেন ভোটকেন্দ্রের আশেপাশে
নির্বাচনে সভাপতি পদে সজল মাহমুদ নান্নু (ছাতা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করে ১০৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত সুকুমার পাল (মাছ প্রতীক) ৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর খন্দকার, শিরুয়াইল ইউনিয়নের সাবেক সভাপতি, ও সাবেক সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন টিপু, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করেছে বলে জানিয়েছেন ভোটাররা
ভোট প্রদান শেষে দোকান মালিকরা জানান, ১৬ বছর পর এ নির্বাচন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় অনেক সমস্যা থেকে সমাধান বঞ্চিত হয়েছিলেন। আজ অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ায় বাজারের ভবিষ্যৎ উন্নয়নের আশার আলো দেখছেন তারা।
এক দোকান মালিক বলেন,আজকের দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। বহু বছর পর আমরা আমাদের প্রতিনিধি নিজের হাতে নির্বাচিত করতে পারলাম। আশা করি, নতুন নেতৃত্ব বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজয়ী সভাপতি সজল মাহমুদ নান্নু প্রতিক্রিয়ায় বলেন,
আমাকে যারা ভালোবেসে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাজারের সার্বিক উন্নয়ন ও দোকান মালিকদের স্বার্থ রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করব।
সাধারণ সম্পাদক সুকুমার পাল বলেন,বাজারের সকল দোকান মালিককে সঙ্গে নিয়ে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার কমিটি গঠন করব।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন, নির্বাচন পরিচালনা কমিটি এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।