পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে সাহেবপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি গোসল করতে পুকুরে নামেন। দীর্ঘ সময় তাকে দেখা না গেলে লোকজন খোঁজ করতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ তার মৃতদেহ পানির ওপর ভেসে ওঠে। স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির একটি পা নেই। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের অনুরোধ, যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানাতে পারেন তবে দ্রুত স্থানীয় প্রশাসন বা থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।