1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় জামায়েত কেন্দ্রীয় সেক্রেটারির ভোটারসভা অনুষ্ঠিত” গাজীপুর অবৈধ জুয়ায় সয়লাব, প্রশাসন নিরব ভূমিকায় ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেসসচিব সবজির বাজারে উত্তাপ, নাগালের বাইরে মাছ রংপুরের মিঠাপুকুর বাসীর গর্ব মো: তাওকির হাসান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা

ডুমুরিয়ায় জামায়েত কেন্দ্রীয় সেক্রেটারির ভোটারসভা অনুষ্ঠিত”

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান সারদার,ডুমুরিয়া প্রতিনিধি:

আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নং রংপুর উনিয়ন শাখার উদ্দোগ্যে এক ভোটার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য, খুলনা-৫ আসন (ডুমুরিয়ার – ফুলতলা) এর এমপি পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন মাওলানা আঃ মান্নান (সভাপতি, ১২ নং রংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী) । পরিচালনায় ছিলেন শ্রী তরুন বিশ্বাস । এছাড়া আমন্ত্রিত অতিথির ছিলেন অ্যাড আবু ইউসুফ মোল্লা, মুন্সি মইনুল ইসলাম, মুন্সি মিজানুর রহমান, মোঃ আমানুল্লাহ, মাওঃ ফয়েজ উদ্দিন, মাওঃ হাবিবুর রাহমান, প্রফুল্ল কুমার, বিধান চন্দ্র ঢালী, রবীন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সেক্রেটারি তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, জনগণের সচেতনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও, তিনি এলাকার যুবক ও শিক্ষিত জনগণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জলাবদ্ধতা সমস্যার সমাধান, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংকট নিরসন, মাদক ও সন্ত্রাস দমন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বাজার ও হাটের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। সভায় অংশগ্রহণকারীরা নেতার বক্তব্যকে উদ্দীপক ও অনুপ্রেরণামূলক হিসেবে অভিহিত করেন। সেক্রেটারির নেতৃত্বে সমাজে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, এই ধরনের সভা শুধু রাজনৈতিক বার্তা পৌঁছে দেয় না, বরং সমাজে জনসচেতনতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি সাধারণ মানুষকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। সভা শেষ হওয়ার পর সেক্রেটারি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা সমাধান হলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।আমরা প্রতিটি নাগরিকের কল্যাণে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা আমাদের সর্বোচ্চ লক্ষ্য।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট