1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জুম্মার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩ সৌদি আরবে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি প্রবাসী শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে সরাইল উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে “সততা স্টোর” উদ্বোধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের সততার চর্চা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা জেলার, কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আজ সকাল ১১ টায় “সততা স্টোর” উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা সুযোগ্য থানা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব অমিত কুমার বিশ্বাস সহকারি কমিশনার ভূমি কালিগঞ্জ , জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা ইনচার্জ কালিগঞ্জ , জনাব মোঃ জয়নাল আবেদীন উপজেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ, জনাব মোস্তফা আখতারুজ্জামান সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কালীগঞ্জ, বিভিন্ন বিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকগণ।
” সততা স্টোর “উদ্বোধন শেষে আলোচনা সভায় অনুজা মন্ডল বলেন,দেশ গড়তে হলে অবশ্যই শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন প্রতিযোগিতায় টিকতে হবে এজন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলেন এবং একজন সুন্দর ও ভদ্র মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান।
অন্যান্য বক্তারা সততা স্টোর সম্পর্কে ধারণা দেন এবং এর ব্যবহার এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে “সততা স্টোর” একটি গুরুত্বপূর্ণ বিষয়। “সততা স্টোর” শিক্ষার্থীদের সৎ এবং দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে সাহায্য করবে। প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি অবস্থিত হওয়ার সত্বেও তারা এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সবার সভাপতি দায়িত্ব পালন করেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় এর সুযোগ্য প্রধান শিক্ষক জনাব গাজী মিজানুর রহমান। বক্তব্যে তিনি বলেন,যদি শিক্ষার্থীরা সততা স্টোর রক্ষায় সঠিক দায়িত্ব পালন করে তবে সততা স্টোরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। শিক্ষার্থীদের সৎ ও নিষ্ঠার সাথে দ্রব্য কেনার আহ্বান জানান এবং নির্দিষ্ট স্থানে বিল প্রদানের জন্য অনুরোধ করেন। পরিশেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রীসহ সাংবাদিকগণকে এই অনুষ্ঠানের যোগ দিয়ে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট