
শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার, ৭ নাম্বার তারালী ইউনিয়ানে, তারালী বাজারের উপর ঝপঝপিয়া নদীর উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন দূর-দূরান্ত থেকে আসা পথচারীরা।
গত দুই বছর আগে স্থায়ী ব্রিজটি অকেজো হয়ে পড়লে তৎক্ষণাৎভাবে মানুষের চলাচল করার জন্য নির্মাণ করা হয় এটি। পরবর্তীতে টেন্ডার এর মাধ্যমে স্থায়ী ব্রিজের কাজ শুরু হলেও কাজের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। বছর দুই ধরে শুধু মাত্র দুইটি পিলিয়ার স্থাপন করতে সক্ষম হয়েছে নির্মাণকারীরা। সেতুটি কালিগঞ্জ থেকে আশাশুনি পর্যন্ত যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে পরিগণিত। নলতা, পাইকাড়া, রহিমপুর, আমীয়ান, তারালী জাফরপুর, তেতুলিয়াসহ কয়েকটি গ্রামের জনগণের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সহজ এবং প্রধান মাধ্যম এই সেতুটি। এছাড়া স্থানীয় তারালি মাধ্যমিক বিদ্যালয়, তারালী আলিম মাদ্রাসা, তারালী বালিকা বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করে এই সেতুটির উপর দিয়ে।
তারালি বাজারে প্রতিদিন কয়েক হাজার লোক তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য সেতুটির উপর দিয়ে এই বাজারে প্রবেশ করে। সেতুটির ওপর দিয়ে সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচলের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা ঝুঁকিতে পর্যবসিত হয়েছে। সেতুটি নির্মাণাধীন তক্তাগুলো মাঝে মধ্যে ভেঙ্গে গেছে। প্রায় দুর্ঘটনা ঘটতে শোনা যায়। ভাঙ্গা তক্তার উপর তক্তা মেরে কোন রকমে জোড়া তালি দিয়ে ঝুঁকির মধ্যে চলাচলের কাজ চলছে।
সেতুটি দ্রুত মেরামত করার জন্য জোর দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।
Like this:
Like Loading...
Related