
শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলনের প্রয়াত পিতা আলহাজ্ব ডাক্তার মো. সিরাজুল হক সরদারের কবর জিয়ারত করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদর একাংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আকরাম হোসেন খান। কবর জিয়ারত শেষে মাশুকুর রহমান পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। পরে স্থানীয় সাবেক বিএনপি নেতা আবুল কালাম খান দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার কথা শুনে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা এ্যাড. মহিউদ্দিন সুমন, নাহিদুজ্জামান নপ্তী, মকবুল হাওলাদার সহ মরহুমের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, আলহাজ্ব ডাক্তার মো. সিরাজুল হক সরদার গত ২৫ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্মজীবনে তিনি সুদীর্ঘ ৫৫ বছর সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকও ছিলেন। এছাড়া এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।