সাভার প্রতিনিধিঃ
আজ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সাভার-আশুলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো র্যালিপথ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু স্মরণ করার দিন নয়; বরং সংগ্রাম, গৌরব ও সাফল্যের প্রতীক হিসেবে দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করার দিন।