জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপন, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আতিক তালুকদার, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ কবির, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম বাবলু প্রমুখ।
এ আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।