শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন উপজেলা জামায়াতের আমীর আধ্যাপক মাওঃ আছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আলাল উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও পরিচালক, বগুড়া অঞ্চল মাওঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিম সদস্য বগুড়া অঞ্চল ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা আব্দুর রহীম, জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওঃ আ.ন.ম আলমগীর হুসাইন, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোহা: আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারী মাও: মানছুরুর রহমান, জেলা সহাকারী সেক্রেটারী অধ্যাপক মাও: আব্দুল বাছেদ, সাবেক এমপি মাও: শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা আমির অধ্যাপক মোঃ আব্দুল হালিম বিপ্লব, পৌর জামায়াতের সেক্রেটারী কাজী মাসুদ চৌধুরী, সাদেকুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি মাও: মিজানুর রহমান, শাহ আলম, আনোয়ার হোসেন প্রমুখ।