বান্দরবান সদর প্রতিনিধিঃ
বান্দরবানের বহু প্রতীক্ষিত পৌর পানি সরবরাহ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন ‘নাগরিক সচেতনতা পরিষদ (এনসিপি)’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। আজ ১ সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা এনসিপির সমন্বয়ক আমানুল্লাহ ও আব্দুল গফুরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক প্রকল্পের কাজ বন্ধ করতে বলেন এবং ঠিকাদারকে সব কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক দল নিজেদের এনসিপির নেতাকর্মী পরিচয় দিয়ে কাজ চলমান অবস্থায় সেখানে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও শ্রমিকদের উদ্দেশ্যে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায় এবং প্রকল্প সংশ্লিষ্টরা এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভার দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্পের কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত এই প্রকল্পের কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।