পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে দুইটি ক্রীটনাশকের দোকানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ক্রীট নাশক রাখার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন,
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। সোমবার দুপুর ১২ টায় অভিযান চালানো হয়। আমন রোপার ভরা মৌসুমে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল ক্রীটনাশক বাজারজাত করনে সক্রিয় থাকায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামী পহেলা সেপ্টেম্বর দুপুরে উপজেলার আতাইকুলা বাজারে জটিকা অভিযান চালান। এসময় ভেজাল, নকল ও মেয়াদ উত্তীর্ণ ক্রীটনাশক রাখার দায়ে ট্রেডার্সে ত্রিশ হাজার টাকা ও একই অপরাধে সুজন ট্রেডার্সে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোনায়েদ আল সাদীসহ থানা পুলিশ ও অন্যান্য কৃষি অফিসার। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ক্রীট নাশকের দোকান বন্ধ করে চলে যায়। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, ভরা আমন মৌসুমে অসাধু ব্যবসায়ীূের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।