বান্দরবান সদর প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের গয়ালমারা মেম্বার পাড়ায় অবস্থিত রহমানিয়া সুন্নিয়া আদর্শ ইবতেদায়ী নূরানী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা-তে আজ রবিবার (৩১ আগস্ট ২০২৫) এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ, ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উক্যনু মার্মা, চেয়ারম্যান, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীফুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল এবং জনাব কাজী জাহাঙ্গীর আলম, শ্রম বিষয়ক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলি মেম্বার। সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলাউদ্দিন জিহাদি।
অনুষ্ঠানে কুরআন হেফজ করা শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয় এবং বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা ও আদর্শবান প্রজন্ম গঠনে মাদ্রাসার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।