সাভার প্রতিনিধিঃ
৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসায় ইতোমধ্যে সকল প্যানেল ক্যাম্পাসজুড়ে শুরু করেছে ব্যাপক নির্বাচনি প্রচার-প্রচারণা।
বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্যানেল ঘোষণা করে প্রতিদিন পোস্টার, লিফলেট, পথসভা ও প্রচারণামূলক কর্মসূচি চালাচ্ছেন। ক্যাম্পাসের হল, ডিপার্টমেন্ট এবং বিভিন্ন মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে সভা-সমাবেশ। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে নিজেদের ভিশন তুলে ধরছেন।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক ধারার ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীরাও গুরুত্ব পাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, এত বছর পর ভোট দিতে পারা তাদের কাছে গণতান্ত্রিক অধিকার চর্চার বড় সুযোগ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা গেছে, তারা চান শিক্ষা, আবাসন, নিরাপত্তা, পরিবহন এবং ক্যাম্পাসের সার্বিক সমস্যা সমাধানকে কেন্দ্র করে একটি কার্যকর ছাত্র সংসদ।
জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।