মুন্সিগঞ্জ প্রতিনিধঃ
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ানশিপ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লা.লে. মতিউর রহমান স্টেডিয়াম মাঠে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। দেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে ভাগ করে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুন্সীগঞ্জ বনাম মাদারীপুরের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অতিথিদের নিয়ে এই আয়োজন উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি আসিফ মাহমদু সজিব ভুঁইয়া তার বক্তব্যে বলেন, টুর্নামেন্টটির মাধ্যমে সারা দেশে ফুটবল উন্মাদনা জাগানোর পরিকল্পনায় সিনিয়র জাতীয় এই চ্যাম্পিয়নশিপের পাশাপাশি পরবর্তীতে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও রয়েছে। এই তিনটি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশ নিয়প স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ফুটবল দল ও মাদারীপুর জেলা ফুটবল দলকে ২-১ ব্যবধানে পরাজিত করে। বৃহৎ এই ফুটবলের জাঁকজমকপূর্ণ আয়োজন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে মুন্সীগঞ্জে। খেলা উপভোগ করতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ স্টেডিয়ামে উপস্থিত