সাভার প্রতিনিধিঃ
ঢাকা জেলার আশুলিয়ার শ্রীপুর এলাকায় ঢাকা ইলেভেন হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ কাজের জন্য অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সোমবার (২৪-০৮-২০২৫) সকাল থেকে এ অভিযান শুরু হলে এলাকার অসংখ্য দোকান উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেই দোকানদারদের বারবার দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছিল। তবে অনেকেই পেটের দায়ে দোকান না সরিয়ে সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত কাজের স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালায়।
এতে দোকানদারদের মধ্যে হাহাকার শুরু হয়। দীর্ঘদিনের জীবিকার পথ মুহূর্তেই বন্ধ হয়ে যাওয়ায় তারা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই বলেন, “আমাদের সংসার চলতো এই দোকান দিয়ে, এখন আমরা কোথায় যাব?”
কিছু দোকানদার সরকার থেকে সামান্য সহায়তা বা ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানা গেছে। তবে বেশিরভাগ দোকানদারই কোনো সহায়তা পাননি। এতে তারা পুরোপুরি হতাশায় ডুবে গেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ঢাকা ইলেভেন হাইওয়ে এক্সপ্রেস দেশের গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো প্রকল্প। জনস্বার্থে এই অবৈধ দোকানগুলো সরিয়ে ফেলা ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা সরকারের প্রতি পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছেতাদের বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া এখন জরুরি।