ধোবাউড়া প্রতিনিধিঃ
আগামী দুই বছরের জন্য ৪৫০ জন উপকারভোগী নির্ধারণ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া ইউনিয়নে আজ লটারির মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনঞ্জুরুল হক মনজু এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ৪৫০ জন উপকারভোগীর নাম চূড়ান্ত করা হয়।আবেদনকারীর সংখ্যা ও লটারি প্রক্রিয়াইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর ইউনিয়নে এক হাজারেরও বেশি পরিবার কার্ড পাওয়ার জন্য আবেদন করেন। আবেদনকারীর সংখ্যা সীমিত কোটা অতিক্রম করায় স্বচ্ছতার স্বার্থে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে সমান অনুপাতে উপকারভোগীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিতি লটারির দিন ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা স্বচক্ষে পুরো লটারির প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পুরো প্রক্রিয়া পরিচালনা করা হয় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে।
চেয়ারম্যান জনাব মনজু বলেন,ইউনিয়নে অসংখ্য মানুষ কার্ডের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোটা সীমিত হওয়ায় আমরা সবার মাঝে কার্ড বিতরণ করতে পারিনি। তাই ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করেছি।”তিনি আরও বলেন, “লটারির মাধ্যমে কার্ড নির্ধারণ করায় কোনো প্রকার অভিযোগের সুযোগ থাকবে না। এতে প্রকৃত অসহায় মানুষই সরকারি সুবিধা ভোগ করতে পারবে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া,স্থানীয় বাসিন্দারা বলেন, লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন হওয়ায় ইউনিয়নে কার্ড বিতরণ কার্যক্রমে সমতা, স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে। তারা চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানান এবং আশা করেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
উপসংহারপোড়াকান্দুলীয়া ইউনিয়নে কার্ড বণ্টনের এ স্বচ্ছ পদ্ধতি অন্য ইউনিয়নগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে বলে স্থানীয়রা মনে করেন। সাধারণ মানুষ আশা প্রকাশ করেন—আগামীতে সব ধরনের সরকারি সহায়তা বিতরণেও একইভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে।