নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল। বহু বছর ধরে এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এলাকায় যেন একটি সিটিং সার্ভিস বাস চালু হয়, যাতে তাদের যাতায়াতের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়।
ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ মঞ্জরুল হক মুন্জ এর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগের ফলে সেই প্রত্যাশা পূরণ হলো। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে সিয়াম এন্টারপ্রাইজ নামের সিটিং সার্ভিস বাস চলাচল শুরু করেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে সিয়াম এন্টারপ্রাইজের বাসটি পোড়াকান্দুলীয়া বাজারে প্রবেশ করলে এলাকাবাসী উচ্ছ্বাসে ভরে ওঠে। উৎসুক জনতার ভিড়ে বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে আনন্দধ্বনিতে। এসময় স্থানীয় বাজার ইজারাদার মোঃ মনোয়ার হোসেন মুন, চেয়ারম্যানের পক্ষ থেকে আগত জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে বাস চলাচলের উদ্বোধন ঘোষণা করেন।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাঃ ইয়াকুব আলী, আব্দুল মোতালিব, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, গৌতম সাহা, আব্দুল সালাম, এরশাদুল হক, তোফাজ্জলসহ অনেকেই আনন্দ প্রকাশ করে বলেন