
ভ্রম্যামান প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে “প্রবীণদের কল্যাণে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেল তিনটায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম, উপদেষ্টা আলহাজ্ব জিন্দা হাসান রিটন, সমাজসেবক ও সাংবাদিক প্রগতি সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, কিচক আইডিয়াল একাডেমির একাডেমিক ইনচার্জ মাসুদূর রহমান উজ্জ্বল এবং প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতম মানুষ। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। বক্তারা শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি ভদ্র ব্যবহার, অবাধ্য না হওয়া এবং দাদা-দাদি, নানা-নানীসহ এলাকার প্রবীণদের সাথে সদাচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পিতা-মাতাকে কখনো ধমক দেয়া যাবে না। তাদের পাশে থেকে সাহায্য করতে হবে এবং প্রতিটি কাজেই তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের সভাপতির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এরপর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
Like this:
Like Loading...
Related