ষ্টাফ রিপোর্টার পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে সেনা অভিযানে ১২ জুয়াড়িকে আটক করে হস্তান্তর করলো সদর থানা পঞ্চগড়ে।
পঞ্চগড়ে অনলাইন জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার(১৭ আগস্ট) রাত ১১টা ৪৫মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার ডোকরোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন উদ্ধার সহ জুয়া খেলার ২ লক্ষ ১৩ হাজার ৭ শত ৯০ টাকা জব্দ করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন জুয়া সাইটে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি অন্যদের উৎসাহিত করছিলেন বলে জানায় সেনাবাহিনী।
পরে আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা প্রস্তুতি চলছে।আটককৃতরা হলেন মোঃ সমিরুল(৩০)পিতা :মৃততসলিম,গ্রাম :কায়েতপাড়া,পঞ্চগড় সদর, মোঃ আলিউল ইসলাম (৪৫ ) পিতাঃমোছলেম,গ্রামঃ ডেকরোপাড়া,পঞ্চগড় সদর, মোঃ পারভেজ (২৮) পিতা:অলিউর রহমান,গ্রামঃ ইসলামবাগ, পঞ্চগড় সদর, কৃষ্ণ রায় (৩৫)পিতাঃধোপেন্দ্রনাথ রায়,গ্রামঃ কাজলা,পঞ্চগড় সদর, মোঃ ফিরোজ (৬২)পিতা:মৃত মোঃ ফয়েজ উদ্দিন গ্রাম, ঢাকাইয়া পট্রি, পঞ্চগড় সদর, মোঃ আনসারুল ইসলাম( ৪৯) পিতা :শমেজ উদ্দিন,গ্রাম, পরিষদ পাড়া, পঞ্চগড় সদর,গলিদাস, পিতা: মহন বাবু দাস, গ্রাম ধুনট, পঞ্চগড় সদর,মোঃ ফজলে মুকিম(৫৭)পিতা:আব্দুর রহমান গ্রাম : ডক্রপাড়া,পঞ্চগড় সদর। (ঝ)মোঃ জহিরুল ইসলাম,(৫৫)পিতাঃ আব্দুল করিম,গ্রামঃ ব্যারিস্টার বাজার পঞ্চগড় সদর, মোজাম্মেল হক( ৬২)পিতাঃএমআজউদ্দিন,গ্রাম :বীরগঞ্জ, দিনাজপুর,মোঃ শামীম আল মামুন (৫১),পিতাঃ মোঃজাবেদ আলী ,গ্রাম :ডোকরোপাড়া, পঞ্চগড় সদর,মোঃ ফারুক মিয়া,(৪০)পিতা: মৃত শামসুল হক গ্রাম :ভজনপুরপুর বাজার,থানা তেতুলিয়া,জেলা পঞ্চগড়।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান জানান,অনলাইন জুয়া মহামারির মতো ছড়িয়ে পড়ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।
তাই আমরা অনলাইন জুয়া খেলোয়াড় ও এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছি। এরই অংশ হিসেবে ১২ জনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।