ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এ এলাকার সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।আজ (১৭ আগস্ট ২০২৫ ইং) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক বন্ধ অবস্থায় রয়েছে। ভেতরে কোনো ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম চলছে না। আশেপাশে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ কেন্দ্রটি বহুদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় সাধারণ অসুস্থতা থেকে শুরু করে জরুরি রোগীদের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা দূরবর্তী বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এতে করে গরিব ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তারা বঞ্চিত হচ্ছেন। তারা মনে করেন, এ ধরনের অচলাবস্থা প্রশাসনিক অবহেলার ফল।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি এলাকাবাসীর বা প্রত্যাশা পোড়াকান্দুলীয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেন দ্রুত চালু করা হয়। তাদের দাবি, প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি দ্রুত গুরুত্বের সাথে বিবেচনা করে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম সচল করবে।