পাবনা প্রতিনিধি :
গতকাল ১৬ আগস্ট ২০২৫ ইং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনপরিষদ,পাবনা এর আয়োজনে। কালী মন্দির প্রাঙ্গন হতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। অতঃপর মন্দির প্রঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা প্রশাসক জনাব মোঃ মফিজুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার, জনাব মোঃ মোরতোজা আলী খাঁন।এ-সময় জেলার সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।