কামাল হাছান,নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পালিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আজ ১৫ আগস্ট( শুক্রবার) বিকাল ৪-০০ ঘটিকায় নলছিটির পৌর মিলনায়তনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল,বিএনপি নির্বাহী কমিটি সহ-সংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুল হক নান্নু, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সরদার এনামুল হক এলিন, গোলাম মোস্তফা সালু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন, মোঃ আজাদুর রহমান খান, জিয়াউল কবির মিঠু, সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল , সঞ্চালনায় ছিলেন তৌহিদ আলম মান্না ও সাইদুল কবির রানা।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।