ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কুড়াল মারা এলাকায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মান্নান হাওলাদার (৪০)।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে মান্নানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মান্নান ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।