
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে সরকারকে এক মাসের সময়সীমা দিয়েছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে এসব কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি সচিবালয়ে গিয়ে সাক্ষাৎ করা ১২ সদস্যের প্রতিনিধি দলেরও সদস্য ছিলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “আগামী এক মাসের মধ্যে দাবি মানা না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও সাড়া না পেলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব।”
জোটের দাবি অনুযায়ী, বাড়ি ভাড়া ভাতা ৫০% থেকে ৭৫% এবং চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।
দেলাওয়ার বলেন, “মন্ত্রণালয় আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে। তারা জানিয়েছে, সব দাবির জন্য প্রয়োজনীয় বাজেট নির্ধারণ করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বাড়ি ভাড়া ভাতা ২০% বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।”
তবে তিনি আরও জানান, “আমরা মূলত বাড়ি ভাড়া ভাতার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব পাঠানো না হয় বা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”