1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর নতুন বাসষ্ট্যান্ড থেকে ডাম ট্রাক রাতে অন্ধকারে চুরি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন রাজাপুরের সন্তান শহিদুল ইসলাম বগুড়ায় যৌথ বাহিনীর ‘ক্র্যাকডাউন’: ইয়াবা–হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, তিনজন দণ্ডিত আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে ও বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ নওগাঁসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ, বেড়েছে শীতের তীব্রতা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, যুবক আটক চুয়াডাঙ্গা জেলায় মাথাভাঙ্গা নদীর চিত্র

মিঠাপুকুরে গর্ত খুঁড়ে যাতায়াতের রাস্তা বন্ধ,বিপাকে কয়েকটি পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে আদালতের আদেশ অমান্য করে, গাছ কর্তণ এবং যাতায়াতের রাস্তায় গর্ত খুঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে মনছুর আলী গং-য়ের, জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধের জেরে, মিজানুর রহমানের বাড়িতে প্রবেশের রাস্তায় গর্ত খুঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন মনছুর আলীর সন্তানরা। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মনছুরের সঙ্গে মিজানুর রহমানের মামলা চলমান। মিজানুর রহমান আদালতে ১৪৪/১৪৫ ধারা জারি করলে,আদালত মিজানুর রহমানের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মনছুর গং, মিজানুর রহমানের যাতায়াতের রাস্তায় গর্ত খুঁড়েন। এতে ভোগান্তিতে পড়ে মিজানুর রহমানের পরিবার সহ কয়েকটি পরিবার।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান,গত- ৭ আগষ্ট আব্দুল মতিন মিয়ার হুকুমে আমার বাড়ির সামন থেকে অভিযুক্তরা একটি ইউক্লিপটাস গাছ ও শতাধিকের উপরে বাঁশ কেটে নিয়ে যায়। আমি বাঁধা দিতে গেলে মনজুরুল, মুকুল, ভুট্টু সহ বেশ কয়েকজন দেশীয় ছোরা এবং লোহার রড দিয়ে আমাকে মারধরের চেষ্টা করেন। পরে আমি তাদের ভঁয়ে সরে যাই। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাড়ি প্রবেশের একমাত্র রাস্তায় তারা গর্ত দিয়েছেন। অভিযুক্ত মনজুরুল ইসলাম বলেন, আমার বাড়ির পিছনে বাতাসে পড়ে যাওয়া কয়েকটি বাঁশ আমি কেটেছি। যে, ইউক্লিপটাস গাছের কথা বলা হয়েছে সেটা আমাদের বাড়ির সামনেই রাখা আছে। তার দাবি, গর্ত খুঁড়ে বাড়ির উঠানের পানি নিষ্কাশন করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছিল। বিষযটি মিমাংসা নাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট