মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে আদালতের আদেশ অমান্য করে, গাছ কর্তণ এবং যাতায়াতের রাস্তায় গর্ত খুঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে মনছুর আলী গং-য়ের, জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধের জেরে, মিজানুর রহমানের বাড়িতে প্রবেশের রাস্তায় গর্ত খুঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন মনছুর আলীর সন্তানরা। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মনছুরের সঙ্গে মিজানুর রহমানের মামলা চলমান। মিজানুর রহমান আদালতে ১৪৪/১৪৫ ধারা জারি করলে,আদালত মিজানুর রহমানের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মনছুর গং, মিজানুর রহমানের যাতায়াতের রাস্তায় গর্ত খুঁড়েন। এতে ভোগান্তিতে পড়ে মিজানুর রহমানের পরিবার সহ কয়েকটি পরিবার।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান,গত- ৭ আগষ্ট আব্দুল মতিন মিয়ার হুকুমে আমার বাড়ির সামন থেকে অভিযুক্তরা একটি ইউক্লিপটাস গাছ ও শতাধিকের উপরে বাঁশ কেটে নিয়ে যায়। আমি বাঁধা দিতে গেলে মনজুরুল, মুকুল, ভুট্টু সহ বেশ কয়েকজন দেশীয় ছোরা এবং লোহার রড দিয়ে আমাকে মারধরের চেষ্টা করেন। পরে আমি তাদের ভঁয়ে সরে যাই। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাড়ি প্রবেশের একমাত্র রাস্তায় তারা গর্ত দিয়েছেন। অভিযুক্ত মনজুরুল ইসলাম বলেন, আমার বাড়ির পিছনে বাতাসে পড়ে যাওয়া কয়েকটি বাঁশ আমি কেটেছি। যে, ইউক্লিপটাস গাছের কথা বলা হয়েছে সেটা আমাদের বাড়ির সামনেই রাখা আছে। তার দাবি, গর্ত খুঁড়ে বাড়ির উঠানের পানি নিষ্কাশন করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছিল। বিষযটি মিমাংসা নাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড