ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে এশিয়া টিভির সাবেক সাংবাদিক মাসুদ হোসেন খান চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন উত্তর চিড়াইপাড়া নিবাসী ও টুবিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী মোঃ কামরুল তালুকাদার। উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত, মাদারীপুর কর্তৃক মাসুদ খানের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন এবং এরই ভিত্তিতে মাদারীপুর সদর থানা পুলিশ তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার (১১ই আগষ্ট) তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মাসুদ খান মাদারীপুর সদরের পশ্চিম টুবিয়া গ্রামের মৃত- লাল মিয়া খানের পুত্র। এক সময় সে কালকিনি-মাদারীপুর-৩ এর সাবেক আওয়ামীলীগের সাবেক এম,পি (বর্তমানে হত্যা ও দূর্ণীতির মামলায় কারারুদ্ধ) ডঃ আবদুস সোবহান গোলাপের পকেটের লোক ছিলেন বলে কথিত আছে। কিছুদিন পূর্বে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীতে একই অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হলে তিনি এশিয়া টিভি’র সাংবাদিকের পরিচয় দেন এবং পরে সেটা অস্বীকার করে বলেন আমি এশিয়া টিভির সাবেক সাংবাদিক, বর্তমানে একটি পত্রিকায় কাজ করি, পরে কিছুটা নাজেহাল হওয়ার পরে স্থানীয়রা তাকে ছেড়ে দেন। কিছুদিন আগে চাঁদাবাজি ও দূর্ণীতি অভিযোগে তার গ্রামেরই টুবিয়া বাজারে মানববন্ধন করেছিলেন সেখানকার ব্যবসায়ী ও মামলার বাদী অভিযোগকারী কামরুল তালুকদার, যেটা পত্র-পত্রিকায় এসেছিলো।