বান্দরবান সদর প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও জেলার কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনাও সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, সাংবাদিক বুদ্ধ জ্যোতী চাকমা, প্রেসক্লাব সদস্য কৌশিক দাশ গুপ্তসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।