1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জুম্মার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩ সৌদি আরবে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি প্রবাসী শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে সরাইল উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক

নলছিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারের দিনব্যাপী নানান কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯১২ বার পড়া হয়েছে

কামাল হাছান,নলছিটি প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন শনিবার (৯ আগস্ট) নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।

আজ শনিবার দুপুর ১২টায় কামদেবপুর (সাধুরহাট) এলাকায় ঐতিহ্যবাহী শীতলপাটি লোকশিল্প ঐতিহ্যবাহী পাটিকর বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সম্ভাবনা ও সমস্যা নিয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলাপ করেন। যোহরের নামাজ শেষে হদুয়া দরবার শরীফে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বিকাল ৪টায় রাজাবাড়ীয়া খ্রিষ্টান পল্লী পরিদর্শন ও খ্রিস্টানপল্লীতে মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জিয়া হায়দার স্বপন। আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জিএম সবুর কামরুল ইসলাম,বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকার অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন,জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। শত শত মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা ব্যানার পোস্টারের রাজনীতি সময় শেষ। এখন অন্যায়, অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেশের উন্নয়ন সম্ভব। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মানুষের জন্য একটি হেলথ কার্ড চালু করা হবে এবং প্রতিটি পণ্যের জন্য শিল্প স্থাপন করা হবে। দেশের প্রতিটি গ্রাম থেকে খুঁজে খুজে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এ অঞ্চলের শীতলপাটির জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির জন্য ইতোমধ্যে গবেষণা চলছে। বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। কথা-কথার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।

তিনি আরও বলেন,  দেশের জন্য এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশকে নতুনভাবে সাজানো হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা জনগনের কাছে যান তাদের কে ৩১ দফা সম্পর্কে বলেন তাদের সুখে দুঃখে পাশে থাকুন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট