
স্টাফ রিপোর্টার :
৫ আগস্ট, শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রনি মিয়া ও সেলিম মাস্টারের আত্মত্যাগের স্মরণে আজ শিবগঞ্জ উপজেলা প্রশাসন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশের প্রেক্ষাপট পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছিল।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় শহীদ পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদদের এই মহান আত্মত্যাগ জাতিকে সর্বদা অনুপ্রাণিত করবে বলে তাঁরা মন্তব্য করেন।
Like this:
Like Loading...
Related