নুরুল আমিন,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি নাইক্ষ্যংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে বাজারে ঘুরে থানা পযন্ত এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় র্যালি থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘চূড়ান্ত বিজয় এখনও আসেনি। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। গুম-খুনের শিকার হয়েছি। এখন দরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেখানে ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’তিনি বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিহত সকল শহিদেরকে স্মরণ করেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি। তিনি বলেন ২ হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদী হাসিনাকে পালাতে বাধ্য করি।