1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রনি ও সেলিম মাস্টারের প্রতি শিবগঞ্জ প্রশাসনের শ্রদ্ধা পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত সাদুল্লাপুরে ৩ বছর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা নীলফামারী জেলা প্রশাসকের উদ্যোগে অবৈধ পলি ব্যাগের বিরুদ্ধে অভিযান জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক মহাস্থান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে প্রতিবন্ধীর জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্টারগার্ডেন এর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে, উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা

নওগাঁ জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নওগাাঁ প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। আগামী ১১ আগস্ট সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে গুঞ্জন। অধিকাংশ নেতাকর্মী দলীয় কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব তৈরি করার দাবি জানিয়েছেন। জেলা কমিটিতে পদপ্রত্যাশী নেতারা ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অনেকে দলের শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক সভায় আগামী ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলন হওয়ার নির্দেশনা আসার পরই সরব হয়ে উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের জটলা দেখা যাচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই তিনটি পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত রোববার নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- তিনটি পদে পদপ্রত্যাশী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়। একই দিনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য আটজন মনোনয়নপত্র তুলেছেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এই তিনটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। নওগাঁ কনভেশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক (সনি), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু), জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ হাছান তুহিন, নওগাঁ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এ বি এম আমিনুর রহমান। আর সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য লড়ছেন চারজন।

তাঁরা হলেন, জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ), জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান (রিপন), জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও আমিনুল ইসলাম (বেলাল)। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য আটজন মনোনয়ন তুলেছেন। তাঁরা হলেন, শফিউল আজম রানা, নূর-ই আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক।

সর্বশেষ ২০১০ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট