মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ৪০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করেছেন।
আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নজয়ী পাঠশালা’র শিক্ষার্থীদের হাতে উপহার হিসাবে ব্যগ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী পাঠশালার প্রধান শিক্ষিকা সাদিয়া আক্তার প্রজ্ঞা। যুবদল নেতা মাসুদ রানা বলেন, ‘বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। আমাদের নেতাকর্মীদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া উচিত।’
স্থানীয়রা জানান, স্বপ্নজয়ী পাঠশালা দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত, তেমনি অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।