সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-২ আসন থেকে সদর উপজেলার বহুলী ইউনিয়নকে গত ২০১৮ সালে বাদ দিয়ে নানাবিধ কারনে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-১ আসনে যুক্ত করা হয়। এর ফলে বহুলী ইউনিয়নে সচেতন মহল ক্ষোভ ফেটে পড়েন এবং দফায় দফায় বিভিন্ন আন্দোলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। অবশেষে সকল চেষ্টার অবসান ঘটিয়ে গত….. তারিখে আবারও সিরাজগঞ্জ -২ আসনে যুক্ত করা হয়েছে বহুলী ইউনিয়নকে । এতে বহুলী বাসির মধ্য আনন্দের বন্যা বইছে। গত ২০১৮ সালে ৮ মে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজার থেকে আলমপুর বাজার পর্যন্ত বিশাল এ মানববন্ধন কর্মসূচি পালিত করা হয়েছিল সেখানে বহুলী ইউনিয়নের বক্তারা বহুলী ইউনিয়নকে সদর আসনে যুক্ত করার বেশ কিছু কারন তুলে ধরেন, কাজীপুর থেকে বহুলীর দূরত্ব অনেক বেশি, যেখানে সিরাজগঞ্জ শহরের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার।
কিছু মহল বহুলীকে কাজীপুর আসনের সাথে যুক্ত করার চেষ্টা করছিল, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
বহুলী ইউনিয়নের এই পরিবর্তনের ফলে স্থানীয় জনগণ তাদের সুবিধা অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে বলেও ঐ সময় দাবি তোলেন। এছাড়াও ২০/০৫/২৫ তারিখে ৩ নং বহুলী ইউনিয়ন বাসী মাননীয় প্রধান নির্বাচন কমিশন বরাবর একটি স্বারক লিপিও প্রদান করেন। এতে তারা বলেন,আমরা সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ৩নং বহুলী ইউনিয়নের বাসিন্দা। নির্বাচনী এলাকায় আসন অনুযায়ী সর্বশেষ ২০২৩ সনের সীমানা নির্ধারণী সভায় সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে ৩ নং বহুলী ইউনিয়ন ৬২- সিরাজগঞ্জ-১ ( কাজীপুর) নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত। যা সিরাজগঞ্জ পৌরসভার সীমানার সাথে সংযুক্ত। কিন্তু ৩নং বহুলী ইউনিয়ন বিগত অবৈধ সরকারের আমলে জনগনের ভোটারধিকার ক্ষুন্ন করার জন্য রাজনৈতিক হীন স্বার্থ আদায়ের লক্ষে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদ দাতা ৬৩- সিরাজগঞ্জ ২ এর সাবেক সংসদ সদস্য সাধারণ জনগনের কথা বিবেচনা না করে স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্য গত ৩০এপ্রিল ২০১৮ খ্রি: তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০.০২৫.২২.০১০.১৭-৫৩ নং স্বারকে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় যুক্ত করে। ৩নং বহুলী ইউনিয়নকে ৬২- সিরাজগঞ্জ -১ ( কাজীপুর) নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ৬২- সিরাজগঞ্জ -১ (কাজীপুর উপজেলা) আসন থেকে ৩ নং বহুলী ইউনিয়নের দুরত্ব ২৮ কিমি এবং ৬৩- সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদর আসন) থেকে ৩ নং বহুলী ইউনিয়নের দুরত্ব মাত্র ৩ কিমি। স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩ নং বহুলী ইউনিয়ন ৬৩- সিরাজগঞ্জ -২ আসনে অন্তর্ভুক্ত ছিল। ৩ নং বহুলী ইউনিয়নের সাধারণ জনগনের অবস্থা ও জীবনমানের উন্নতির লক্ষে আবারও ৩ নং বহুলী ইউনিয়নকে ৬৩- সিরাজগঞ্জ -২ আসনে যুক্ত করার জোর দাবি জানায়। তাদের এই প্রানের দাবি অবশেষে ৩০ জুলাই ২০২৫ ইং পূরণ হয়।
এই বিষয়ে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ৩নং বহুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আমাদের প্রাণের দাবী পূরণ হয়েছে,তাই জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই (সাবেক জাতীয় সংসদ সদস্য)ও জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহাদয় কে ধন্যবাদ জানাচ্ছি,সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বহুলী ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী কে।
এ সময় বহুলী ইউনিয়ন বিএনপির (সাবেক সিনিয়র সহ-সভাপতি) ফেরদৌস আলী ,সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল চৌধুরী,ও যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
৩০ জুলাই ২০২৫ ইং রোজ বুধবার বহুলী ইউনিয়নের জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মিষ্টি বিতরণ করা হয়েছে।