নলছিটি প্রতিনিধিঃ
উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। অদ্য ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল তিন ঘটিকায় নলসিটি গার্লস স্কুল এন্ড কলেজে সম্মেলন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু, আনোয়ার আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার উপদেষ্টা রমলা রানী দাস।
সদ্য বিলুপ্ত কমিটির কমিশনার ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শাহনাজ রহমান এর সভাপতিত্বে ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ’র সঞ্চালনায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও গার্লস গাইড শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভায় আগামী তিন বছরের জন্য সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক কাজী মাহফুজা লিজাকে সভাপতি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিক জান্নাতুল ফেরদৌসী কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজি ইউনিয়ন একাডেমি মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার সিকদার, জেড এ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিনুল ইসলাম, মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোফাজ্জল হোসেন, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,কুশঙ্গল বালিকা মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।