নুরুল আমিন, ক্রাইম রিপোর্টারঃ
পাবর্ত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি থেকে অপহৃত সাত বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। গত কাল শুক্রবার রাতে গহীন জঙ্গলে মায়ের কাছে শিশুটিকে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সৌদিপ্রবাসী সাইফুল ও শাহেদা বেগম দম্পতির সাত বছরের ছেলেকে বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণের পর সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে ও পরিশষে ৩ লাখ টাকায় মুক্তি দেন বলে দাবি করেন স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন
এদিকে অপহরণের পর থেকে বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান পরিচালনা করে একজনকে আটক করতে সক্ষম হয়। তার নাম রুহুল আমিন (২০), পিতা মো. ক কাছে ৩ লাখ টাকায় মুক্তি দেওয়ার কোন তথ্য নেই।
অপহৃত শিশুটি বর্তমানে তার মায়ের কাছে সুস্থ আছেন।