ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নওশাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও নানা পেশার মানুষ।