আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদকঃ
চাঁদপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্যাসিষ্ট সরকারের সংরক্ষিত বঙ্গবন্ধুর ছবি ঠাঙ্গানো, বঙ্গ বন্ধুর নামে শ্রেনী কক্ষ রয়েছে। এ ছাড়াও নির্দিষ্ট সময়ের আগে বিকেল ৩ টায় ছুটি দেয়ার ঘটনা ঘটেছে। আজ ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিদ্যালয়ে সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র। উক্ত বিদ্যালয়ে আনজুমানআরা বেগম জানান, শিক্ষক এর পদ রয়েছে ৬ টি। বর্তমানে ৬ জন কর্মরত আছেন। ১ জন শিক্ষক পিটিআই প্রশিক্ষণ দিচ্ছেন। ১জন শিক্ষক বাড়ীতে চলে গেছেন। ৪ জন শিক্ষক স্কুল ছুটি দিয়ে যাচ্ছে সাংবাদিক দল দেখে শ্রেনী কক্ষ তড়িঘরি করে খুলেদেন। রাস্তায় ছাত্র ছাত্রীদের ভিডিও ফুটেজ নেয়া হয়। তারা বলেন, প্রতিদিনে স্যারেরা এই সময় ছুটিদেন।
বিদ্যালয়টি ময়লা আবর্জনায় ভরপুর। লোহাকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, অনুষ্টান করে বিদ্যালয় ৩ টায় ছুটি দিয়েছি। এলাকাবাসী জানান প্রতিদিন বিকেল ২ টায় বিদ্যালয় ছুটিদেন। প্রতিবেদক আব্দুল হালিম কোন ছাত্র ছাত্রী সহ শিক্ষকগণকে দেখতে পায়নি। এ ব্যাপারে প্রধান শিক্ষক আতাউরকে মোবাইলে কথা হয়। তিনি মোসলেম বাজারে এ প্রতিবেদক এর সাথে দেখা করে আপনাদের কি করার আছে করেন বলে চলেযান। বিষয়টি আইনানুক ব্যবস্থা নিতে প্রার্থমিক অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।