সৈয়দপুর প্রতিনিধিঃ
ছেলেটির নাম মোঃ বাবু পেশায় ভ্যান চালক। বাসা তারাগঞ্জ বুড়িরহাট বাবার নাম শফিকুল ইসলাম ,ছেলেটির বয়স আনুমানিক ১৫ বছর, একটি ভ্যনের জন্য বালককে তোরা কেমনে খুন করলি ভাই? কেন তার মা বাবার বুক খালি করলি তোদের বুক কি একটুও কাপলো না। শফিকুল ইসলামের মা-বাবা বলেন আমার ছেলেকে ডেকে নিয়ে এসেছিল এলাকার কিছু বকাটে লোক আমার ছেলে দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করতো করে আমাদের পরিবার চালাতো আমাদের পরিবারে একমাত্র আয়ের উৎস ছিল এই ছেলেটি তাও আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেলেন কান্নায় ভেঙ্গে পড়েছে এলাকাবাসী ও স্বজনরা দুঃখজনক বিষয় প্রতিনিয়ত এই ভ্যান চড়ার ঘটনা পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কোন তদারকি নেই। আইনের সহায়তা কি আর ফিরে আসবেনা।