ক্রাইম রিপোর্টারঃ
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকায় আদিবাসী সামাজিক সংগঠনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, একতা, ও সদস্যদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী কেয়াচিং মার্মা। প্রধান মেহমান ছিলেন, উপদেষ্টা ও কারবারি উত্তম ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কারবারি মংজাই মার্মা,
বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী প্রসেন ত্রিপুরা, অর্থ সম্পাদক উশে মার্মা, রিগাণ ত্রিপুরা, ক্লাপাত ম্রো, বিপুল বড়ুয়া এবং মংহাই মার্মা।
সভায় সভাপতিত্ব করেন আদিবাসী সামাজিক সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি উছান মার্মা এবং সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কিলেজেন ত্রিপুরা।
বক্তব্যে অতিথিরা বলেন, “সামাজিক সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধতা রক্ষা করা অত্যন্ত জরুরি। এটি শুধু সংগঠনের শক্তি বাড়ায় না, বরং সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমাজের সার্বিক অগ্রগতিতেও বড় ভূমিকা রাখে।”
সভাটি একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং আগামীর জন্য সংগঠনের কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।