ধুনট প্রতিনিধিঃ
বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে বায়নাকৃত জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগে ৩ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
আভিযোগ সূত্রে জানা যায়, বাদি আব্দুর রহিম (৩৮) নিম্ন তফসীলভুক্ত সম্পত্তি প্রায় ০৫ বছর পূর্বে ছামাদ সরকার, পিতা-রমজান সরকার, সাং-রাঙ্গামাটি ধূলাউড়িপাড়া, ইউনিয়ন-এলাঙ্গী, থানা-ধুনট, জেলা-বগুড়া’ জিবীত থাকা অবস্থায় তাহার নিকট হইতে ক্রয় করার উদ্দেশ্যে তাহাকে উক্ত সম্পত্তির মূল্য বাবদ ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকার মধ্য হইতে ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা প্রদান করেন। অতঃপর ছামাদ সরকার তাহার নিকট জমির দখল ছেড়ে দিলে উক্ত সম্পত্তি বাদি দীর্ঘ দিন যাবত শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগ দখলে আছে।
পরবর্তীতে উক্ত সম্পত্তির দলিল সম্পাদন ও রেজিষ্ট্রি হওয়ার পূর্বেই ছামাদ সরকার সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় তাহার ওয়ারিশ সুত্রে বিবাদী গোলাম নবী (৩৫), পিতা-মৃত ছামাদ সরকার, গোলাপী খাতুন (৬৫), স্বামী-মৃত ছামাদ সরকার, উভয়ের সাং-রাঙ্গামাটি ধূলাউড়িপাড়া, ইউনিয়ন- এলাঙ্গী, খানা-ধুনট, জেলা-বগুড়াদ্বয় উক্ত সম্পত্তি প্রাপ্ত হয়। ছামাদ সরকারের ওয়ারিশ হিসেবে বিবাদীদ্বয়ের প্রাপ্তকৃত সম্পত্তি বাদির নিকট হইতে বাকী ১২,০০০/-(বারো হাজার) টাকা দিয়ে বাদির নামে দলিল রেজিস্ট্রী করে দেওয়ার কথা বললে বিবাদী সোহরাফ সরকার (৫০), পিতা-মৃত রমজান আলী, সাং-রাঙ্গামাটি ধূলাউড়িপাড়া, ইউনিয়ন-এলাঙ্গী, থানা-ধুনট, জেলা-বগুড়া’র কু-পরামর্শে অন্যান্য বিবাদীদ্বয় তার সঙ্গে নানা টালবাহানা শুরু করে। এরুপচলাকালে বাদি তার দখলকৃত উক্ত সম্পত্তিতে ধানের চারা (বেছন) রোপন করেন। পরবর্তীতে ২৫/০৭/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে বাদির নিজ দখলীয় জমিতে থাকা ধানের চারা (বেছন) জোরপূর্বক তুলে ফেলে প্রায় ৭,০০০/-(সাত হাজার) টাকা ক্ষতি সাধন করে। বিষয়টি জানতে পেরে বাদি এগিয়ে গিয়ে তার নিজ দখলকৃত সম্পত্তি হইতে ধানের চারা (বেছন) তুলে ফেলার কারণ জিজ্ঞেস করলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
তিনি বিবাদীদের’কে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগণ উত্তেজিত হইয়া তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা মারপিট করার জন্য উদ্যত হয় এবং আবারো জমিতে গেলে বিবাদীগণ তাকে প্রাণে মেরে ফেলিবে মর্মে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
তফসীলভুক্ত সম্পত্তির বর্ণনা জেলা-বগুড়া, থানা-ধুনট, মৌজা-এলাজী, জে.এল নং-৩৮, খতিয়ান এস এ ৮৩৩ ডিপি ৩৯১৭ দাগ নং ৫৪৩২/৯৫৯৭ রকম:ধানী
,পরিমান :০৪ শতক।
মাতব্বর নাজমে আলম বাবলু জানান, আমার হাত দিয়ে এই জমির বায়না করা হয়েছে। সামাদ জমির বায়নাবাবদ টাকা নিয়েছে এবং নিজ হাতে সাক্ষর করেছে।আমি এই বায়নাপত্রের সাক্ষি হিসেবে সাক্ষর করেছি।