নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বিশাল মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবকরা এতে অংশগ্রহণ করেন।
র্যালিটি স্থানীয় ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত হয় এবং এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি নান্দাইল সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে সংগঠনের পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড ছিল। তারা ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শ সমাজ গঠনের আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন দেশের যুবসমাজকে আদর্শ পথে পরিচালিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই র্যালির মাধ্যমে তরুণ সমাজকে সচেতন করা ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করাই ছিল মূল উদ্দেশ্য।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনের অতীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।