শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে ধান গবেষণা ইনিস্টিটিউটের ইনচার্জ ড. বদরুন নেছার সভাপতিত্বে, এসেড হবিগঞ্জের এসিস্টেন্ট অফিসার সাজ্জাদুর রহমানের পরিচালনায় ইনসেপশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুকান্ত সাহা। ইনসেপশন সভায় প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয় তুলে ধরেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কে বিশ্বাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার তাসলিমা আক্তার লিমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোফাজ্জল হোসেন মায়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জনপ্রতিনিধি, ডিলার ও উপকারভোগী কৃষক প্রমুখ।